অনলাইনে জমির খাজনা পরিশোধ – Online Land Tax Payment

অনলাইনে জমির খাজনা পরিশোধ
অনলাইনে জমির খাজনা পরিশোধ

অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে চাচ্ছেন কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে এখন পর্যন্ত এর সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। যাদের জমি আছে অনলাইনে খাজনা দেবার জন্য সঠিক  ওয়েবসাইট লিংক না থাকার কারণে এবং সঠিকভাবে না জানার কারণে ভূমি উন্নয়ন কর অনেকে দিতে পারেন না। আজ তাদের জন্য অত্যন্ত সহজ পদ্ধতিতে জমির অনলাইন  খাজনার জন্য কিভাবে আবেদন করবেন সেগুলা আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিবেন। তাহলে অনলাইনের মাধ্যমে খাজনা দিতে কোন অসুবিধা হবে না। আপনাদের সুবিধার্থে এখানে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হয়েছে। সকল পদ্ধতি গুলো অনুসরণ করলে খাজনা দিতে গিয়ে কোনো অসুবিধা হবে না।

 

অনলাইনে জমির খাজনা পরিশোধ করুন

 

অনলাইনে জমির খাজনা অথবা ভূমি উন্নয়ন কর দুটো একই বিষয়। বর্তমান সময়ে সম্পূর্ণরূপে অনলাইনে মাধ্যমে খাজনা পরিশোধ করার পদ্ধতি চালু হয়েছে। এজন্য অনেক জমিদারদের খাজনা দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভূমি অফিস অথবা তহশীল অফিসে খাজনা দিতে গেলে ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাকে সমস্যার সম্মুখীন যেন না হতে হয় এজন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন। যেহেতু ভূমি উন্নয়ন কর সম্পূর্ণরূপে অনলাইন করা হয়েছে সেহেতু আপনাকে নিবন্ধন করতে হবে।

কিভাবে জমির খাজনার জন্য নিবন্ধন করবেন?

  1. প্রথমে অনলাইনে নিবন্ধনের জন্য এই লিংকে www.land.gov.bd  ক্লিক করুন।
  2. এরপর নাগরিক কর্নার অপশনে ক্লিক করতে হবে।
অনলাইনে জমির খাজনা পরিশোধ
নাগরিক কর্ণারে ক্লিক করুন
  1. নাগরিক কর্ণের অপশনে যাওয়ার পরে আপনি ভূমি উন্নয়ন কর অপশনটা ক্লিক করুন।
  2. একবার নিবন্ধন করার জন্য নাগরিক নিবন্ধন অপশনটাই বেছে নিতে হবে।
অনলাইনে জমির খাজনা পরিশোধ
নাগরিক নিবন্ধন
  1. এরপর আপনার মোবাইল নাম্বার এবং এবার ক্যাপচার করতে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করুন।
  2. এরপর আপনি যে নাম্বারে যে নাম্বারটি দিয়েছেন উক্ত নাম্বারে একটি ওটিপি কোড যাবে। উক্ত ওটিপি করতে ওটিপি ঘরের অপশনে বসাতে হবে।
  3. এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।
  4. পাসওয়ার্ড তৈরি করার জন্য অপশন দিবে সেখানে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডটি অবশ্যই বিশেষ চিহ্ন, সংখ্যা, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের হতে হবে।
অনলাইনে জমির খাজনা পরিশোধ
নাগরিক লগিন ক্লিক করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে।

 

  1. পুনরায় নাগরিক লগইন অপশনে ক্লিক করতে হবে।
  2. এবার আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগইন করুন।

 

অনলাইনে খাজনার জন্য এনআইডি কার্ড ভেরিফিকেশন

 

এই ধাপে আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করলে নিবন্ধন সম্পন্ন হবে।

  • এবার বাম পাশে খতিয়ান অপশনটিতে ক্লিক করুন।
অনলাইনে জমির খাজনা পরিশোধ
খতিয়ান এ ক্লিক করে খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর লিখতে হবে

 

  • খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার লিখুন। খতিয়ানের অথবা খাজনারী স্ক্যান কপি যুক্ত করুন।
    এরপর সংরক্ষণ করুন।
  • আবেদনের প্রক্রিয়াটি কোন সম্পন্ন হওয়ার পরে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সবকিছু যাচাই করে আবেদনটি অনুমোদন।
  • এরপর আপনার উক্ত হোল্ডিং নাম্বার বাম পাশের হোল্ডিং অপশনে দেখা যাবে।
  • বিস্তারিত অপশনে ক্লিক করুন।
  • মাধ্যমে খাজনা পরিশোধ করুন।
অনলাইনে জমির খাজনা পরিশোধ
অনলাইনে জমির খাজনা পরিশোধ

অনলাইনের মাধ্যমে সকল ধরনের খাজনার Online Land Tax payment) জন্য আবেদন করতে পারবেন যদি আপনি সম্পূর্ণ পদ্ধতি ভালভাবে জানতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*